Education and Career

অনলাইনের সেরা ৭ শিক্ষা বিষয়ক ওয়েবসাইট প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে শিক্ষা

অনলাইনের সেরা ৭ শিক্ষা বিষয়ক ওয়েবসাইট প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে শিক্ষা

শিক্ষা হলো এমন একটি আলো, যা অজানার অন্ধকারে পথ দেখায়। একসময় ক্লাসরুম আর বইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিলো শেখার জগৎ। কিন্তু প্রযুক্তির উন্নয়নে সেই দৃশ্যপট বদলে গেছে। এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাচ্ছে বিশ্বমানের শিক্ষা। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, পেশাজীবী কিংবা আগ্রহী যে কেউ অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিজেদের দক্ষতা বাড়াতে পারছেন।

আজ আমরা জানবো বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের এমন ৭টি জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে, যেগুলো আধুনিক শিক্ষার অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

১. ১০ মিনিট স্কুল

২০১৫ সালে আয়মান সাদিকের হাত ধরে যাত্রা শুরু করে ১০ মিনিট স্কুল। ইউটিউব-ভিত্তিক কনটেন্ট দিয়ে শুরু করলেও এখন এটি পরিণত হয়েছে দেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মে। পঞ্চম শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরি প্রস্তুতি পর্যন্ত এখানে রয়েছে ১৯ হাজারের বেশি ভিডিও এবং ৫০ হাজারেরও বেশি কুইজ। প্রায় ১৫ লক্ষাধিক শিক্ষার্থী ইতোমধ্যে এ প্ল্যাটফর্ম থেকে উপকৃত হয়েছে।

২. শিক্ষক বাতায়ন

বাংলাদেশ সরকারের এই উদ্যোগটি মূলত শিক্ষকদের জন্য। শিক্ষকরা এখানে নিজেদের তৈরি করা প্রেজেন্টেশন, ভিডিও এবং অন্যান্য কনটেন্ট আপলোড করতে পারেন এবং অন্য শিক্ষকদের কনটেন্ট থেকেও উপকৃত হতে পারেন। প্ল্যাটফর্মটিতে ইতোমধ্যে ৪৪ হাজার ভিডিও ও ২ লাখের বেশি প্রেজেন্টেশন জমা হয়েছে, যা শিক্ষক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত।

৩. স্টাডিপ্রেস

চাকরি প্রার্থীদের জন্য উপযোগী একটি জনপ্রিয় ওয়েবসাইট হলো স্টাডিপ্রেস। বিসিএস, ব্যাংক ও অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতির জন্য এখানে রয়েছে প্রশ্নপত্র, টপিক ভিত্তিক আলোচনা এবং সাজেশন। সহজ ইন্টারফেস ও প্রাসঙ্গিক কনটেন্টের জন্য এটি এক লাখেরও বেশি শিক্ষার্থীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

৪. রেপটো এডুকেশন সেন্টার

ফ্রিল্যান্সিং এবং স্কিল ডেভেলপমেন্টে আগ্রহী তরুণদের জন্য রেপটো একটি দারুণ প্ল্যাটফর্ম। এখানে ১০০-এর বেশি কোর্স পরিচালনা করছেন ৫০০-এর বেশি শিক্ষক। ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যাপ ডেভেলপমেন্টসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়ের কোর্স রয়েছে। দক্ষ শিক্ষার্থীদের চাকরির সুযোগও করে দেয় রেপটো।

৫. খান একাডেমি

বিশ্বখ্যাত শিক্ষা প্ল্যাটফর্ম ‘খান একাডেমি’ প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান। এটি একেবারেই বিনামূল্যে শিক্ষা দেয়। গণিত, প্রোগ্রামিং, অর্থনীতি থেকে শুরু করে নানা বিষয়ের উপর ৪৫০০+ ভিডিও রয়েছে এখানে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কেউ সহজেই এই প্ল্যাটফর্মে শেখার সুযোগ পাচ্ছেন।

৬. শিখো অ্যাপ

শাহীর চৌধুরী ও জিশান জাকারিয়ার প্রতিষ্ঠিত ‘শিখো’ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ একাডেমিক অ্যাপ। পাঠ্যক্রমভিত্তিক ভিডিও, পরীক্ষা প্রস্তুতি, মেন্টরের নির্দেশনা ও ১.৮ লাখের বেশি লার্নিং ম্যাটেরিয়ালসহ এটি দেশের অন্যতম জনপ্রিয় শিক্ষা অ্যাপ। ৩০ লাখেরও বেশি শিক্ষার্থী এরই মধ্যে এটি ব্যবহার করছে।

৭. ডুয়োলিংগো

ভাষা শেখার ক্ষেত্রে বিশ্বব্যাপী জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে ডুয়োলিংগো। গেমিং পদ্ধতিতে শেখানোর কারণে শেখা হয় আনন্দের মধ্য দিয়ে। ইংরেজি, স্প্যানিশ, ফরাসি সহ বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জনের জন্য এটি একটি কার্যকর মাধ্যম। ভাষা শিক্ষাকে সবার জন্য সহজলভ্য করতে এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিক্ষা এখন আর কেবল শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়, বরং ছড়িয়ে পড়েছে প্রতিটি হাতের মুঠোয়। উপরের অনলাইন প্ল্যাটফর্মগুলো প্রমাণ করে দিয়েছে যে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষাকে আরও সহজ, আকর্ষণীয় এবং কার্যকরী করা সম্ভব। ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা যে ডিজিটাল হবে, সে ইঙ্গিত আমরা এখন থেকেই পাচ্ছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart